
উজ্জ্বল আহমেদ- নিজস্ব প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলার পূর্ব কিসামত দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা সময় মতো এলেও শিক্ষকরা কেউই যথাসময়ে আসেন না। এতে ব্যাহত হচ্ছে পাঠদান।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব কিসামত দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় খেলা করচে কিছু শিক্ষার্থী। তাদেরকে শিক্ষকদের কথা জিজ্ঞেস করলে জানায়, স্যাররা কোনদিন ১০টায় কোনদিন ১০টার পরে আসেন। এদিকে স্কুলের মাঠে ধান শুকাচ্ছেন একজন বয়স্ক লোক ওনাকে স্কুল বন্ধের কথা কথা জানতে চাইলে তিনি বলেন প্রায় এরকম লেট এ স্কুল আসেন শিক্ষকরা সরকার বেতন দেন আর শিক্ষকরা তাদের দায়িত্ব ঠিকমত পালন করেন না,
সকাল ৯টা ৪৫ মিনিটে স্কুলে আসেন সহকারী শিক্ষিকা মধুমিতা রানি রায়, এবং জাতীয় পতাকা উক্তোলন করেন ৯টায় ৫০ মিনিটে ও সকাল ১০টায় আসেন সহকারী শিক্ষিকা রিমা পারভিন । স্কুলের প্রধান শিক্ষক বাদল রায় আসেন ১০ টায় ২০ মিনিটে । আর একজন সহকারী শিক্ষিকা ট্রেনিং এ আছে বলে জানা জায়।
দেরিতে স্কুলে আসার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বাদল রায় বলেন, আমি ভিডিও কোন বক্তত্ব দেব না সহকারী শিক্ষিকারা লেট এ আসছে তাদের বক্তত্ব নেন, আর এগুলো রিপোর্ট করে কী হবে, শিক্ষা কর্মকর্তা সোকচ করলে বা কী হবে আমরা
সোকচ এর জবাব দিব, সহকারী শিক্ষিকারাও কোন বক্তত্ব দিতে চাননি, এবিষয়ে রিমা পারভিন সহকারী শিক্ষিকার স্বামী বিদ্যালয়ে রেখে জাওয়ার সময় বলেন, এগুলো তথ্য ডি ডি কে দিবেন কিছু হবেনা।
এ বিষয়ে নীলফামারী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জছিজুল আমল মন্ডল কে মুঠোফোনে জানানো হলে তিনি বলেন,আপনি প্রতিবেদন তৈরী করেন।