প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মাদারীপুরের রাজৈরে বড় ভাইয়ের আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

মোঃ আলী শেখ,মাদারীপুর প্রতিনিধি: জায়গা নিয়ে বিরোধে বড় ভাইয়ের আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের পরিবারের আহাজারি।মাদারীপুরের রাজৈরে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত ৮ টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাভলু বয়াতী (৪৫) মৃত ইস্রাফিল বয়াতীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।এ ঘটনায় পুলিশ বড় ভাই বাবুল বয়াতীর স্ত্রী পারুলকে আটক করেছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির জায়গা নিয়ে আপন দুই ভাই বাবুল বয়াতী ও লাভলু বয়াতীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর জেরে ছোট ভাই লাভলু বয়াতী রবিবার মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসলে বড় ভাই বাবুল বয়াতীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি হয়। এ সময় ছোট ভাই লাভলু মাটিতে লুটে পড়ে যায়।পরে লাভলুকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের বোন ফরিদা বেগম জানান, বাড়ির জায়গা নিয়ে আমার বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে মারামারি হয়। এসময় ছোট ভাই মারা যান। নিহতের স্ত্রী নাছিমা বেগম জানান, আমার ভাসুর বাবুল বয়াতী আমার স্বামীকে মারপিট করে মেরে ফেলেছে।আমি এই হত্যার বিচার চাই।রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, এ ঘটনায় বড় ভাই বাবুল বয়াতীর স্ত্রী পারুল বেগমকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন