প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার এবং এক মাদক কারবারিকে আটক

মো: লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার লালমাই উপজেলায় বিদেশি মদ ও ইয়াবা টেবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যেরাতে খুব গোপন সংবাদের ভিত্তিতে লালমাই থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহফুজের নির্দেশে এসআই মোঃ জামিল মিঞার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৮ বোতল বিদেশি মদ ও উনানব্বই পিচ ইয়াবা টেবলেটসহ মোঃ কবির হোসেন নামক একজনকে গ্রেফতার করা হয়। জানাযায়, গ্রেফতারকৃত আসামী কবির হোসেন উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন উত্তর ধনপুর গ্রামের মৃত. আব্দুল খালেকের ছেলে। দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত। পূর্বেও তার নামে একাধিক মাদক ও চুরি মামলা রয়েছে। লালমাই থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, এই বিষয়ে লালমাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এখন আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন