
আজ পারমিতা তালুকদার এর শুভ জন্ম দিন।রামকৃষ্ণ তালুকদার দৈনিক কলম যোদ্ধা পত্রিকার সাংবাদিক কন্যা পারমিতা তালুকদার এর ৩য় জন্মদিন ।পৃথিবীর সব কটা ফুল আজ ফুটেছে শুধু তোমারই কারনে।পৃথিবীর যা কিছু সুন্দর, সত্য, মহৎ ও আলোকিত তার মাঝে বিকশিত হোক তোমার জীবন। আমার অন্তরের সুপ্ত প্রত্যয়ের দীপালিতে বিদ্যা,বুদ্ধি, ধর্ম ও বিওে তুমি বড় হয়ে চাঁদের মতো আলো চড়াও এই পৃথিবীতে। তোমার জন্মদিনে আজ আমি খুব আনন্দিত।ভগবান যেন অনেক বড় করে তোমাকে। এই শুভ প্রত্যয়েঃ তোমারই বাবা রামকৃষ্ণ তালুকদার।দৈনিক কলম যোদ্ধা পত্রিকার সম্পাদক ও পত্রিকার পক্ষ থেকে আগামী দিনের জন্য শুভ কামনা রইলো প্রিয় মাামুনীর জন্য। শুভ জন্ম দিন।হাটি হাটি,পা পা করে পিছনে দুটি বছর গত করে তুমি ৩য় বছরে পা রাখলে তাই তোমাকে জানাই জন্ম দিনের শুভেচ্ছা।
বার বার ফিরে আসুক এই শুভ দিন,
হয়ে উঠুক তোমার জীবন রঙিন।
শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা!
শুভেচ্ছা আমার,
তোমার ভবিষ্যৎ যেন,
সবসময় উজ্জ্বল থাকে।
ভালোবাসা সহ জানাই শুভ জন্মদিন!
মাস যায় বছর আসে,
সবাই আশায় থাকে একটি সুদিনের,
আমি আশায় থাকি তোমার জন্মদিনের।
~শুভ জন্মদিন~
প্রচুর ভালোবাসা এবং
হাজার হাজার অভিনন্দন।
~শুভ জন্মদিন~
তোমার এই জন্মদিনে রইল অনেক
ভালোবাসা ও শুভেচ্ছা।