প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

মোরেলগঞ্জে তামাকজাত দ্রব্য ব্যাবহার নিয়ন্ত্রণে তামাক বিরোধী সভা অনুষ্ঠিত

মোঃনাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধিঃ ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যাবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় মোরেলগঞ্জ উপজেলা পর্যায়ে তামাক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান।এসময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ বদরুদ্দোজা,উপজেলা আইসিটি অফিসার ত্রীদিপ সরকার,মোরেলগঞ্জ থানা পুলিশ,মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃআবুসালেহ, মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেষন কর্মকর্তা মোঃ গোলাম ফারুকসহ অন্যান্য প্রমূখ।সভায় তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন,সহকারী কমিশনার (ভূমি)মোঃ বদরুদ্দোজা,তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ’ ঘোষণা বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা একটি কার্যকর উদ্যোগ। এই নির্দেশিকার আলোকে তামাকাজাত দ্রব্য বিক্রয় সীমিতকরণে তামাকজাত দ্রব্যের বিক্রেতাদের পৃথকভাবে লাইসেন্সিং এর আওতায় আনলে অনেকাংশেই বিক্রয় নিয়ন্ত্রেণর মধ্যে চলে আসবে।বিক্রয় সীমিতকরণ করা সম্ভব হলে এর ব্যবহারও সয়ংক্রিয়ভাবে কমে আসবে।এছাড়াও সভার সভাপতি এস এম তারেক সুলতান তার সমাপনী বক্তব্যে বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা অবিলম্বে মোরেলগঞ্জ উপজেলায় সর্বস্তরে কার্যকর করা হবে। শিক্ষা ও স্বাস্থসেবা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের দোকান অপসারণ করা হবে। ইতিমধ্যে তামাকজাত দ্রব্য বিক্রেতাদের লাইসেন্সিং এর আওতায় মোরেলগঞ্জ পৌর এলাকাসহ আশেপাশে তামাকজাত দ্রব্যের ব্যবহার শতভাগ নিয়ন্ত্রণের মধ্যে আনা হবে।সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন