প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

আরা’র আয়োজনে, নারী সুরক্ষা ফোরাম এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাদী: নারী নির্যাতনের বিরুদ্ধে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড’র বিভিন্ন এলাকার ৩০ জন নারী সহ, কিশোরীদের সাথে নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) বিকেল ৫ টায় সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড’র মধ্য কাটিয়া’য়, আরা ফাউন্ডেশন সাতক্ষীরা’র আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড শাখার সভানেত্রী রায়হাতুল জান্নাত রিমি’র সভাপতিত্বে নারী নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, কো-অর্ডিনেটর আব্দুর রশিদ, ফিল্ড ভলেন্টিয়ার আব্দুস সাত্তার, ইভেন্ট অরগানাইজার সুলতান মাহমুদ, আরা’র ১নং ওয়ার্ড শাখার অর্থ সম্পাদক মাহফুজা আরশাদ বেবি, সাধারণ সম্পাদক তাহেরা পারভীন হিরা প্রমুখ। উক্ত সচেতনতামূলক বৈঠকে নারী ও কিশোরীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন