প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে , র‌্যালী বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃনাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‌্যালী বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ★”করবো ভূমি পুনরুদ্ধার,রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” ★এ প্রতিপাদ্যে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মোরেলগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় বুধবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান।সভার শুরুতে পরিবেশ নিয়ে জন সচেতনতা মূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ বদরুদ্দোজা।এ সময় সভায় উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ সাইদুল আলম চৌধুরী পিএফএম(এস) মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেষন কর্মকর্তা মোঃ গোলাম ফারুক, মোরেলগঞ্জ থানা পুলিশ,উপজেলা আইসিটি অফিসার ত্রীদিপ সরকার,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এরিয়া প্রগ্রাম ম্যানেজার, তপন কুমার মন্ডল,এরিয়া প্রগ্রাম অফিসার, মিলিতা সরকার, এছাড়াও,চাইল্ড ফোরামের,মোঃসিয়াম,বিডিসি সভাপতি রুমা খাতুন সহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এরিয়ার বিভিন্ন এলাকায় কাজ করা ইয়ুথ,ও ফিল্ড কর্মীরা। আলোচনা সভার আগে মোরেলগঞ্জ সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।পরে উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে  বৃক্ষ রোপণ এবং মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন