প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নীলফামারী সৈয়দপুরে চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

 মোঃ রেজাউল ইসলাম লিটন: নীলফামারীর সৈয়দপুরে আশরাফুল আলম (২৫) নামে এক চালকের গলা কেটে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম শহরের মিস্ত্রিপাড়া এলাকার হায়দার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই চালক তার ইজিবাইক নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময়ে দুর্বৃত্তরা যাত্রীবেশে তার ইজিবাইকে ওঠেন। চান্দিয়ার ব্রিজ এলাকায় পৌঁছালে ইজিবাইকটি থামিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দুর্বৃত্তরা। এ সময় বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে চালকের গলা কেটে ইজিবাইকটি ছিনিয়ে নেয়। পরে ওই চালক গলাকাটা অবস্থায় মাটিতে পড়ে গোঙানি দিলে স্থানীয়রা শব্দ পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে ওসি শাহ আলম বলেন, ‘মঙ্গলবার রাতে এক ইজিবাইক চালককে গলাকাটা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চালক রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। এখনও পরিবারের লোকজন কেউ অভিযোগ দেননি। দিলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন