প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

তাজরিন চিকিৎসার জন্য মানবিক সহযোগীতা কামনা

 খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টা: র চিকিৎসার জন্য মানবিক সহযোগীতা চেয়েছেন,নরসিংদী জেলার মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দি মোল্লাবাড়ির বাবুল মিয়া,র মেয়ে তাজরিন (২৫)। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে কোমড় থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অবশ হয়ে ৩ বছর যাবৎ শয্যাশায়ী রয়েছেন। দীর্ঘদিন নিউরোসায়েন্স হাসপাতালে এবং শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েও পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে কোন প্রকার রোগ ধরা না পড়ায় উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করার পরামর্শ দেন ডাক্তাররা।তাজরিনের বাবা পেশায় দিনমুজুর এবং স্বামী রাজমিস্ত্রি থাকার কারণে এক সন্তানের জননী ৩ বছর ধরে বাবার বাড়িতে শয্যাশায়ী অবস্থায় থাকলেও টাকার অভাবে বাবুল মিয়া মেয়ের ব্যয়বহুল চিকিৎসা করাতে পারছেন না।এমতাবস্থায় তিনি সমাজের বিত্তশালী লোকের কাছে মেয়ের সু-চিকিৎসার জন্য মানবিক সহযোগিতা কামনা করেছেন।তাজরিনের মা বলেন,আমার মেয়ে ৩ বছর যাবৎ বিছানাশায়ী,আমরা যতটুকু পারি তার চিৎকিসা করিয়েছি,কিন্তু অর্থের অভাবে এখন আর এই ব্যয়বহুল চিকিৎসা করাতে পারছি না,সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো।বাবুল মিয়া (তাজরিনের বাবা) বিকাশ নাম্বার 01792273908

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন