প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রেজাউল ইসলাম লিটন : নীলফামারী জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির আয়োজনে বুধবার বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার তিনি বলেন আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। দিবসটির মূল লক্ষ্য পরিবেশ দূষণের কারণ ও দূষণ থেকে বাঁচার উপায় খুঁজে বের করা। এ ছাড়া মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তোলাও এ দিবসের অন্যতম একটি লক্ষ্য।অনুষ্ঠানে পলাশবাড়ী ইউনিয়নের গ্রাম উন্নয়ন কমিটির সদস্য,শিশু ফোরাম সদস্য, যুব ফোরাম সদস্য সহ অনেকেই উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন