প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় চা দিবস ২০২৪ উদযাপন

বিশেষ প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জে ৪র্থ জাতীয় চা দিবস উদযাপিত হয়েছে। থানা রোডে অবস্থিত ‘রাজ টি স্টোর’ এর উদ্যোগে মঙ্গলবার বিকেল ৬ টায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসটি উদযাপিত হয়। রাজ টি স্টোর এর স্বত্বঅধিকারী আব্দুর রহমানের সভাপতিত্বে চা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু। এ সময় মিলিনিয়াম ইলেক্ট্রনিক্স এর স্বত্ত¡াধিকারী সঞ্জয় কুমার ঘোষ, সিঙ্গার শোরুমের ম্যানেজার হাসানুজ্জামান, মাইওয়ান এর ম্যানেজার মতিউর রহমান, যুবলীগ নেতা নুরুজ্জামান খোকন, শেখ সাদিক, আইটিও রাব্বি হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, ব্যবসায়ী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন