প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে ও এনায়েতপুরে পৃথক বজ্রপাতে তিন জন নিহত

মোঃ নাঈম উদ্দিন সিরাজী,বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে একজন নিহত হয়েছে। অপরদিকে এনায়েতপুরে ও বজ্রপাতে দুইজন নিহত হয়েছে।

নিহতরা হলেন, শাহজাদপুরের চর পোরজনা এলাকার জয়নালের ছেলে আব্দুস সালাম ৩৭ ও এনায়েতপুর থানার বেতিল চর এলাকার আবু তারার ছেলে আলামিন(২৮) ও খামার গ্রামের আঃ হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪)। নিহত মারুফ হোসেন বেতিল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার শাহজাদপুরের চর পোরজনা এলাকায় জমি থেকে ধানের বোজা মাথায় নিয়ে যাবার সময় নিহত হয়।
অপরদিকে এনায়েতপুর থানার বেতিল স্পার বাদ সংলগ্ন বেতিল চরে খেলাধুলা করার সময় বজ্রপাতে মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা তাদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসা তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে তাদের আকস্মিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন