প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

৬ষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে কুমিল্লায় নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত

মো: লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: আগামী ০৫ জুন ২০২৪খিঃ অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ (৪থ ধাপ) নির্বাচন উপলক্ষে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ লাইন্স ড্রিল শেডে এক নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী ব্রিফিং এ সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম(বার) মহোদয়। সম্মানিত পুলিশ সুপার মহোদয় আগামী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪খ্রিঃ (৪থ ধাপ) নাঙ্গলকোট চৌদ্দগ্রাম ও হোমনা থানার অবাধ, সুষ্ঠু, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন ডিউটিতে কর্মরত সকল পুলিশ সদস্যদের দিকনির্দেশনা-মূলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি সকল ভোটারগণ যেন তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে ভোট কেন্দ্রের আশেপাশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করতে বলেন এবং একই সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্বে অবহেলা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। উক্ত ব্রিফিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব মোঃ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব কাজী মোঃ মতিউল ইসলাম, জনাব মোঃ কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশ ঊর্ধ্বতনা কর্মকর্তাগণ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন