প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

জলঢাকায় তিস্তা সেচ প্রকল্পভূক্ত কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ “তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পূনর্বাসন ও সম্প্রসারন” শীর্ষক ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জলঢাকা মহিলা মহাবিদ্যালয় হলরুমে সমাপনী দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের উপ-প্রধান সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ অমলেশ চন্দ্র রায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের সহকারী সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ জান্নাতুন ফেরদৌস, জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের সম্প্রসারন উপদর্শক গোলাম রব্বানী ও তিনকদম পানি ব্যবস্থাপনা দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। প্রশিক্ষণে পানি ব্যবস্থাপনা সংগঠন গঠন ও পুনঃগঠন সংক্রান্ত, প্রকল্প টেকসই ও অবকাঠামো পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ, সেচ ব্যবস্থাপনা ও সেচ সার্ভিস চার্জ আদায়ে উদ্বুদ্ধকরণ এবং আধুনিক চাষাবাদ, আধুনিক ধানের জাত, পোকামাকড় ও রোগবালাই প্রতিরোধ বিষয়ে ধারনা দেওয়া হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুর উপ-প্রধান সম্প্রসারন কর্মকর্তা দপ্তরের আয়োজনে প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন