
কে.এম. হাছান: চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার রাত ৯টায় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের কামতা বাজার সংলগ্ন বাগপুর ব্রিক ফিল্ডের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশকে খবর দিলে থানার এসআই একরামুল হক সোহাগ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকার (মহাধর বাড়ির) আ. মান্নানের ছেলে মেহেদী হাসান রুমি (৩৩) ও একই উপজেলার শেফালি পাড়ার (ভুঁইয়া বাড়ির) মোস্তফা ভূঁইয়ার ছেলে নাঈম হাসান (৩৪)। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অফিসার মিন্টু দত্ত জানান, দুই ছিনতাইকারীকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।