প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

টাঙ্গাইলের ধনবাড়িতে পিক-আপ উল্টে অটোরিক্সা চা‌লক নিহত

টাঙ্গাইলে অটোরিক্সার উপর নিয়ন্ত্রণ হারানো পিকআপভ‌্যান উল্টে প‌ড়ে লিটন মিয়া না‌মের এক অটোরিক্সা চালকের মৃত্যু হ‌য়ে‌ছে।
এ ঘটনায় অটোরিক্সার এক নারী যাত্রী আহত হ‌য়ে‌ছেন বলে জানা গেছে।

বৃহস্প‌তিবার (৫ অ‌ক্টোবর) সকা‌লে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী‌ উপ‌জেলার বকলবাড়ীর ফ‌কিরবা‌ড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘ‌টেছে।

নিহত অটোরিক্সার চালক লিটন উপ‌জেলার চরভাতকুড়া গ্রা‌মের আলী আকন্দের ছে‌লে।

এই ঘটনায় আহত শিখা (৩৫) ওই উপ‌জেলার মুশুদ্দি গ্রা‌মের নজরুল ইসলামের স্ত্রী।

ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামালপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী এক‌টি পিক-আপ ভ‌্যা‌ন জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ফ‌কিরবা‌ড়ি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে বিপরীত মুখী এক‌টি ব‌্যাটা‌রি চা‌লিত অটোরিক্সার উপর উল্টে প‌ড়ে।

এতে অটো‌তে থাকা চালক ও নারী যাত্রী গুরুতর আহত হয়। প্রথমে গুরুতর আহত অটো চালক লিটন‌কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মন‌সিংহ মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে পাঠায়। চি‌কিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পিক-আপ ভ‌্যান‌টি আটক করা হলেও চালক পা‌লি‌য়ে‌ গেছে কিন্তু এ ব্যাপারে আইনশৃংঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন