প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গুইমারায় নিজের সম্মানীর টাকা মেধাবী শিক্ষার্থীকে দিলেন – ইউএনও রাজীব চৌধুরী

 মোঃ সালাউদ্দিন:– খাগড়াছড়ির গুইমারা উপজেলার আশ্রয়ণ প্রকল্পের সম্মানী মোট= ২০০০০/= (বিশ হাজার) টাকা মেধাবী শিক্ষার্থী চাইওয়াপ্রু মারমার হাতে তুলে দেন গুইমারা উপজেলার নির্বাহী অফিসার ( ইউএনও ) রাজীব চৌধুরী। চাইওয়াপ্রু মারমা গুইমারা সরকারি কলেজ হতে জিপিএ ৫ পেয়ে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরবর্তীতে সে চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া চাইওয়াপ্রু মারমা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনথ্রোপলজি বিভাগে ভর্তি হবে। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন সকল শুভ আর কল্যাণের সাথে সবসময় পাশে আছে উপজেলা প্রশাসন, গুইমারা। তিনি আরো বলেন গুইমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন