প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

১৪ জুনের আগে আম্রপালি আম বাজার জাত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গুইমারা থেকে প্রত্যয়নপত্র গ্রহণের পরামর্শ

মোঃ সালাউদ্দিন:- গুইমারা উপজেলায় এবছরে আম্রপালি আম পারার সময় নির্ধারণ করা হয়েছে (১৪জুন)। তবে কিছু কিছু বাগানের আম্রপালি আগাম পরিপক্ক হওয়ায় কৃষকের সুবিধার্থে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গুইমারা থেকে প্রত্যয়ন পত্রের মাধ্যমে পরিপক্ক আম্রপালি আগাম বাজার জাত করতে পারে। সোমবার (৩জুন) গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপপরিচালক মো:বাছিরুল আলম গুইমারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা ওঙ্কার বিশ্বাসকে এ পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আঃ রহিম মজুমদার, মোঃ মজিবুর রহমান সহ অনেক আম চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপপরিচালক মো:বাছিরুল আলম বলেন, ১৪ জুন থেকে আম্রপালি আম বাজারজাত করার কথা থাকলেও কিছু বাগানের আম্রপালি আগাম পরিপক্ক হওয়ায় গুইমারা এলাকায় উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়ন পত্র নিয়ে আম বাজার জাত করার পরামর্শ দেন এবং ১৪ জুনের আগে প্রত্যয়ন পত্র ছাড়া আম্রপালি আম বাজারে বা যাতায়াতের গাড়িতে পাওয়া গেলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন