আমার কাছে আমার পত্রিকার প্রতিনিধিদের গেঞ্জি রেডি করা আছে নামসহ কিন্তু অনেকে গাড়ির স্টিকার ও মোবাইল এর স্টিকার চেয়েছেন ওগুলো রেডি হইছে।সব মিলে এক পারসেলে আগামী তে হাতে পাইবেন ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কিছু নেই। আগামী 5 তারিখ নির্বাচন আগে শেষ হোক ভাই এর জন্য প্রতিনিধেদের সাহায্য করতে হচ্ছে তাই বাহিরে যাওয়ার সময় হচ্ছে না। কখন কোন তথ্য চাচ্ছে তা বলা যায় না বাহিরে থাকলে।আমার এখানে না সারা দেশে আমাদের সাংবাদিক ভাইদের জন্য ভাই।হুম ভাই কি করবো বারবার আমার কাছে তথ্য জানতে চায় ইসি থেকে। সকলে শুধু কাগজ পত্র জমা দেয় কিন্তু কল করে আমার সাথে কথা বলে তারপর কার্ড দেয় ভাই। আমি না বললে বা তথ্য না দিতে পারলে তাকে কার্ড দিবে না। সকলের অবগতির জন্য বলা হইলো। মোঃ আনছারুজ্জামান সম্পাদক দৈনিক কলম যোদ্ধা পত্রিকা মোবাইল নম্বর হয়ারসআপ 01717934449