প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

জরুরি নোটিশ

আমার কাছে আমার পত্রিকার প্রতিনিধিদের গেঞ্জি রেডি করা আছে নামসহ কিন্তু অনেকে গাড়ির স্টিকার ও মোবাইল এর স্টিকার চেয়েছেন ওগুলো রেডি হইছে।সব মিলে এক পারসেলে আগামী তে হাতে পাইবেন ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কিছু নেই। আগামী 5 তারিখ নির্বাচন আগে শেষ হোক ভাই এর জন্য প্রতিনিধেদের সাহায্য করতে হচ্ছে তাই বাহিরে যাওয়ার সময় হচ্ছে না। কখন কোন তথ্য চাচ্ছে তা বলা যায় না বাহিরে থাকলে।আমার এখানে না সারা দেশে আমাদের সাংবাদিক ভাইদের জন্য ভাই।হুম ভাই কি করবো বারবার আমার কাছে তথ্য জানতে চায় ইসি থেকে। সকলে শুধু কাগজ পত্র জমা দেয় কিন্তু কল করে আমার সাথে কথা বলে তারপর কার্ড দেয় ভাই। আমি না বললে বা তথ্য না দিতে পারলে তাকে কার্ড দিবে না। সকলের অবগতির জন্য বলা হইলো। মোঃ আনছারুজ্জামান সম্পাদক দৈনিক কলম যোদ্ধা পত্রিকা মোবাইল নম্বর হয়ারসআপ 01717934449

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন