প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

ফরিদগঞ্জে চিংড়ি প্রতীকের পক্ষে মিজানুর রহমানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

কে.এম.হাছান: ফরিদগঞ্জের বিরামপুর বাজারসহ আশেপাশের এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী খাজে আহমেদ মজুমদারের পক্ষে গণসংযোগ, মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ করেন চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মিজানুর রহমান। প্রতিদিনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৩ জুন) দিনব্যাপী বিরামপুর বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চিংড়ি প্রতীকের ভোট চেয়েছেন তিনি ও তার নেতাকর্মীরা।

জানা যায়, গত ১৩ মে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের প্রার্থীদের প্রতীক বরাদ্দেরপর থেকেই চিংড়ি প্রতীকের হয়ে নির্বাচনের মাঠে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন আলহাজ্ব মিজানুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা। গণসংযোগকালে নেতৃবৃন্দরা ৫ জুন অনুষ্ঠিব্য নির্বাচনে ফরিদগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চিংড়ি প্রতীকের প্রার্থী খাজে আহমেদ মজুমদারকে দলমত,ধর্ম-বর্ণ নির্বিশেষে চিংড়ি প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
এ প্রতিবেদকের সাথে আলাপকালে আলহাজ্ব মিজানুর রহমান বলেন, ফরিদগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে চিংড়ি প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করা ছাড়া কোন বিকল্প নেই। খাজে আহমেদ মজুমদার বিজয়ী হওয়া মানে ফরিদগঞ্জ উপজেলাবাসী বিজয়ী হওয়া। আমরা খাজে আহমেদ মজুমদারকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আমরা ঐক্যবদ্ধ ভাবে চিংড়ি প্রতীকে ভোট দিয়ে খাজে আহমেদ মজুমদার ভাইকে বিজয়ী করাই আমাদের মূল লক্ষ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন