প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গুইমারা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির গুইমারা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ উগ্য মারমা (৪৮) কে গ্রেফতার করা হয়। সোমবার (০৩ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার একটি চৌকস দল ০১ নং গুইমারা ইউপির ০৭ নং ওয়ার্ডের পূর্ব যৌথ খামার হেডম্যানপাড়া সাকিনে উগ্য মারমার বসত ঘরের সামনে হইতে আসামী উগ্য মারমা কে ১ কেজি ১শত বিশ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ১নং গুইমারা ইউপির পূর্ব যৌথখামার বাসিন্দা মৃত মথ প্রকাশ মউ মারমার ছেলে। গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আরিফুল আমিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন