প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গুইমারায় কাজুবাদাম এ কফি চাষে এক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ সালাউদ্দিন:– খাগড়াছড়ির গুইমারায় কাজুবাদাম এ কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় (১এক) দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩জুন) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গুইমারার আয়োজন ও বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলার (ভারপ্রাপ্ত) উপপরিচালক মোঃ বাছিরুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কফি ও কাজুবাদাম বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সম্ভাবনাময় একটি চাষ , কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে ভালো ফসল উৎপাদন করতে পারলে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা যাবে। আর করতে পারলে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়া যাবে। তাই সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে কৃষক দের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষজনশক্তিতে রুপান্তরিত করে দেশের অর্থনৈতিক অবকাঠামো ঠিক রাখতে এ উদ্যোগ গ্রহণ করে। একদিনের এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার (৬০) জন কৃষক এপ্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, আঃ রহিম মজুমদার, সুমন দেবনাথ সহ এপ্রশিক্ষণে অংশ গ্রহণ কারি কৃষকেরা। প্রশিক্ষণ শেষে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী উপস্থিত কৃষকদের সার্বজনীন পেনশন স্কিমের বিষয়ে কথা বলেন যারা এখনো পেনশন স্কিম চালু করেননি তাদেরকে চালু করার জন্য উৎসাহিত করেন এবং যারা চালু করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান নির্বাহী অফিসার।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন