মোঃনাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে কুয়েত প্রবাসী নাইম হোসেন রিয়াদ খলিফার বেক্তিগতো পক্ষ হতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতারণ করা হয়েছে।সেচ্ছাসেবী সংগঠন বি এস টিম পজিটিভ এর ব্যবস্থাপনায় (৩জুন)সোমবার বিকেলে উপজেলার বারইখালি ইউনিয়নের ৩ ও ৬ নং ওয়ার্ড এলাকায় বন্যা আক্রান্ত ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের কাছে খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দেওয়া হয়।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বি এস টিম পজেটিভ সেচ্ছাসেবক দলের উপদেষ্টা মোঃসজিব হোসেন খলিফা, টিম পজেটিভ এর প্রধান সমন্বায়ক মোঃনাজমুল তালুকদার,মোঃহাসিব হাওলাদার, মোঃসিফাতুল্লাহ, ও মোঃফয়সাল, বাবুলসহ অন্যান্য সেচ্ছাসেবক প্রমুখ।এ বিষয়ে নাইম হোসেন রিয়াদ খলিফা বলেন, গতো ২৬মে ঘূর্ণিঝড় ‘রেমালে’ বারইখালীর ৩ ও ৬ নং ওয়ার্ডের লোকজন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করি, আমি এই এলাকার সন্তান তাই নিজের অবস্থান থেকে যতোটুকু পেরেছি তাদের পাশে দাড়িয়েছি।খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এসব মানুষের মাঝে এই সামান্য সাহায্য-সামগ্রী পৌঁছে দিতে পেরে আমি কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি ।এলাকার প্রতিটি স্বাবলম্বী বেক্তিকে বন্যার্ত মানুষের পাশে দাড়াতে জোর অনুরোধ জানান তিনি।