প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর মনোহরদীতে লোডশেডিং এর কারণে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসেই চলছে জেনেরেটর

মোঃ মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি: ৩রা জুন ২০২৪ ইং সমবার নরসিংদীর মনোহরদীতে বিদ্যুৎ বিপর্যয়ের চরম পরিস্থিতি বিরাজমান অবস্থায় খোদ পল্লী বিদ্যুৎ এর জোনাল অফিসই চলছে ডিজেলচালিত একটি জেনারেটর দিয়ে। গত এক সপ্তাহ ধরে ভয়ানক লোডশেডিং পরিস্থিতি মোকাবেলায় চরম ভোগান্তিতে রয়েছেন এখানকার বিদ্যুৎ গ্রাহকগণ। দিন-রাতের খুব কম সময়ের জন্যই এখানে বিদ্যুৎ থাকছে।গত এক সপ্তাহেরও বেশী সময় ধরে মনোহরদীর বিদ্যুৎ পরিস্থিতিতে চরম বিপর্যয় অবস্থা চলমান রয়েছে। ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে বড়ো ধরনের একটি যান্ত্রিক ত্রুটির কারনে এ অবস্থা চলছে বলে স্থানীয় বিদ্যুৎ অফিস এর আগে স্থানীয় সংবাদ মাধ্যম সমূহকে জানিয়েছেন। তীব্র দাবদাহ পরিস্থিতিতে ঘন্টার পর ঘন্টা এখানে বিদ্যুৎ বিহীন অবস্থায় চলে আসছে। এ নিয়ে স্থানীয় জনমনে চরম অসন্তোষ বিরাজমান রয়েছে। এমতাবস্থায় খোদ পল্লী বিদ্যুত সমিতির মনোহরদী জোনাল অফিস পর্যন্ত চলছে ডিজেলচালিত একটি জেনারেটর দিয়ে।খবর পেয়ে রবিবার(২ জুন) বিকাল ৫ টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মনোহরদী জোনাল অফিসের নীচতলার হল রুমটিতে একটি জেনারেটর চলমান রয়েছে।যার মাধ্যমে বিদ্যুৎ এর বিকল্প ব্যবস্থায় অফিসের জরুরী কার্যক্রম বজায় রাখা হচ্ছে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষন করা হলে পল্লী বিদ্যুৎ এর মনোহরদী জোনাল অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা কুলিয়ারচর জোনাল অফিসের ডিজিএম মোঃ আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেন।তিনি জানান, অফিসের নিয়মিত কার্যক্রম চলমান রাখার স্বার্থে গত শনিবার থেকে এখানে জেনারটের ব্যবস্থা চালু করা হয়েছে। এ জন্য একটি জেনারেটর এখানে ভাড়া করে আনা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন