প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

হরিপুরে ২২হাজার ৫শত শিশুকে ভিটামিন-এ,ক্যাপসূল খাওয়ানো হবে

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে আগামী ১লা জুন শনিবার হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নের ২২হাজার ৫শত শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২০ হাজার শিশুকে লাল রংঙের ভিটামিন-এ ক্যাপসুল ও ৬ থেকে ১১মাস রয়সী ২হাজার ৫শত জন শিশুকে নীল রংঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এগুলি খাওয়ানোর জন্য মাঠ পর্যায়ে ১৪৪ টি অস্থায়ী কেন্দ্র ও হরিপুর হাসপাতালে একটি স্থায়ী কেন্দ্র রয়েছে। ভিটামিন জনিত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অন্ধত্ব ও শিশুমৃত্যুর ঝঁকি কমানোর জন্য প্রতিটি শিশুকে ভিটামিন- এ ক্যাপসুল খাওয়ানো প্রয়োজন। এ তথ্য নিশ্চিত করেছেন হরিপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমুজ্জামান।এ বিষয়ে ৩০মে বৃহস্পতিবা দুপুরে হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে হাসপাতালের হলরুমে প্রস্তিতি মূলক সভা অনুষ্ঠিত হয়। ডাঃ শামীমুজ্জামানের সভাপতিত্বে সভায় বকতব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,উপজেলা নির্বহী অফিসার আরিফুজ্জামান, ডাঃ আসাদুজ্জামার, প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন