প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরায় আইসিটি ট্রেংনিংয়ের সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় ১০ দিনব্যাপী আইসিটি ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষকদের ১০ দিনব্যাপী আইসিটি ট্রেংনিংয়ের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। লায়লা পারভীন সেঁজুতি তার বক্তব্যে বলেন, স্মার্ট শিক্ষক তৈরি হতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সংসদ লায়লা পারভীন সেঁজুতি আরও বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষকরা এই মেরুদণ্ড গঠনের সবচেয়ে বড় অংশীদার, একজন দক্ষ স্মার্ট শিক্ষক হতে প্রশিক্ষণের বিকল্প নেই,আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের যেমন স্মার্ট হতে হবে তেমনি স্মার্ট শিক্ষার্থী, স্মার্ট ক্লাস রুম ও অভিভাবকদের ও স্মার্ট হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এসে এম আনোয়ারুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ আলমুন্তানসির বিল্লাহ, কোর্স প্রশিক্ষক সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম, আইসিটি বিষয়ের প্রভাষক দেবাশীষ দাশ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সিইডিপি প্রজেক্টের প্রোগ্ৰাম অফিসার আব্দুস সালাম। সিডিপির সহযোগিতা ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে আয়োজিত সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের প্রভাষক আক্তার বানু, ও শ্যামনগর সরকারি কলেজের প্রভাষক রাজু হোসেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন