প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সাংবাদিক এ্যাড: চয়ন মন্ডল’র পিতার মৃত্যুতে রামপাল প্রেসক্লাব’র শোক প্রকাশ

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল প্রেসক্লাব’র সদস্য এ্যাডভোকেট চয়ন মন্ডলের পিতা পঙ্কজ মন্ডল(৭০) এর মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা প্রকাশ করেছে রামপাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। প্রেসক্লাবের নেতৃবৃন্দ তার পিতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক হাওলাদার আব্দুল হাদী, ফকির আতিয়ার রহমান, মোঃ মোস্তফা কামাল পলাশ, মোঃ সাইফুল আলম বকতিয়ার, শেখ শাহ নেওয়াজ, মোঃ রবিউল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, এ্যাডঃ হাফিজুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ গোলাম ইয়াছিন রাজু, শেখ শাহ জালাল, মোঃ আসাদুর রহমান, মোঃ আতিয়ার রহমান, কল্লোল বিশ্বাস, অতীপ মন্ডল, মল্লিক মোঃ জামান, মোঃ আকাশউজ্জামান শেখ, মোঃ মাছুম বিল্লাহ। উল্লেখ্য, গতকাল (৩০ মে) ভোর সাড়ে ৫ টায় পঙ্কজ মন্ডল তার রামপাল সদরস্থ নিজ বাসভবনে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন