প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

আগামি কাল শনিবার ১লা জুন২০২৪ সারাদেশে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

 মোঃ মাহাবুব আলম বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী বছরে দুইবার ভিটামিন এ-এর অভাব পূরণে সম্পূরক খাদ্য হিসেবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করেবাংলাদেশ সরকার। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, আগামি এক জুন শনিবার সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। সারাদেশে একযোগে পালন করা হবে। পার্শ্ববর্তী স্বাস্থ্য কেন্দ্র, বাস স্ট্যান্ড, লঞ্চঘাট, রেল স্টেশন, সব জায়গায় এক সাথে ভিটামিন ‘এ”ক্যাপসুল খাওয়ানো হবে। মনে রাখতে হবে ছয় মাস থেকে পাঁচ বছর বছর বয়সি সকল শিশুকে খাওয়ানো হবে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্জন্ত সারাদেশে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে খাওয়ানো হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন