প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

তাড়াশে লোহার দরজা জানালা খুলে নিলো চোর থানায় অভিযোগ

মোঃ আরিফুর রহমান চিশতীঃ সিরাজগঞ্জের তাড়াশে সেচ্ছাসেবকলীগ নেতার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।সোমবার মধ্যরাতে উপজেলার তাড়াশ পৌর শহরের পৌর পার্ক এলাকায় পার্থ এন্টারপ্রাইজের সামনে এ ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনিছুর রহমান জানান, গত রবিবার সকালে প্রতিবেশি আমিরুল ইসলাম মুঠো ফোনে জানান আপনাদের বাড়িতে চুরি হয়েছে, আমি সাথে সাথে গিয়ে দেখি চোর সব নিয়ে গেছে। নতুন বাড়িতে সাধারণত রাতে কেউ থাকেন না। এ সুযোগে বাড়ির ভিতরে ডুকে লোহার গ্রিল, লোহার দরজা, সিমেন্ট, রড সহ প্রায় ১,৫০০০ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোর। তিনি আরও বলেন এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি কিন্তু ৫ দিন অতিবাহিত হলেও চোর ধরা পড়ল না, আমাদের মত সাধারণ মানুষ তাহলে যাবে কোথায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন