প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

মোহনপুরে কাপ-পিরিচের নির্বাচনী জনসভায় মানুষের ঢল

 সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কাপ-পিরিচ প্রতিকের চেয়ারম্যানপ্রার্থী আলমোমিন শাহ গাবরুর নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ মে রোববার বিকেলে মোহনপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, চেয়াম্যানপ্রার্থী আল মোমিন শাহ গাবরু।এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, বাগমারা উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু ও তানোর উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এছাড়াও মোহনপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরশেদ আলম এবং শেচ্ছাসেবকলীগের সভাপতি হুমায়ন কবিরসহ অনেকে। জনসভায় হাজারো মানুষের উপস্থিততে উপজেলার সকল পর্যায়ের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন প্রার্থী আল মোমিন শাহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন