প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণা

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন ২৯ /৫/২৪ ইং বুধবার সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে যারা জয়লাভ করেছেন তাঁরা হলেন চেয়ারম্যান পদে ফেরদৌসী ইসলাম (কাপ পিরিচ) ৪৭৭৮৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আরিফ উল ইসলাম মৃধা (দোয়াত কলম) পেয়েছেন ৪৩০৭৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোঃ ইফতেখার উদ্দিন খান নিপুণ (বই) ৩১২২১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঃ কাদির মিয়া মিষ্টার (টিয়া পাখি) ভোট পেয়েছেন ২৬২৭৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছিমা সুলতানা (হাঁস) ৩৬৫৯০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনি (প্রজাপতি) ভোট পেয়েছেন ৩৬৩২৩ ভোট।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন