প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ সন্তানের জনকের মৃত্যু

 কে.এম. হাছান: ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ সন্তানের জনকের মৃত্যু চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামে আমড়াগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন সন্তানের জনক মঞ্জুর হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুর হোসেন উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত শ্বশুর বাড়ি কামালপুর গ্রামে বসবাস করতেন। তিনি পেশায় একজন দিনমজুর। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মিন্টু দত্ত জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর সংবাদ শুনে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন