প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাট জেলায় ২জন পুলিশ কর্মকর্তাকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলায় ০২জন পুলিশ কর্মকর্তাকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় :। ৩০ মে, ২০২৪ খ্রি. লালমনিরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে টিআই জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোঃ নুরুজ্জামান চৌধুরী কে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন লালমনিরহাট জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম পিপিএম। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ সার্কেল, জনাব এ কে এম ফজলুল হক, ডিআইও-১, অফিসার ইনচার্জ লালমনিরহাট সদর থানা, ওসি ডিবি, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট পুলিশ পরিদর্শক, প্রধান সহকারী, স্টেনো-১সহ অন্যান্য পদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বিদায়ী অতিথিদের বিভিন্ন কর্মদক্ষতার স্মৃতিচারণ করা হয়। পরিশেষে পুলিশ সুপার লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ হতে বিদায়ী অতিথিদের ফুল এবং সম্মাননা স্মারক উপহার দেওয়া হয় এবং তাদের আইনের প্রতি শ্রদ্ধা রেখে নতুন কর্মস্থলে সততার শহীদ রাষ্ট্রের পবিত্র আমানত দায়িত্ব রক্ষা করার জন্য বলা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন