প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাবতলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে পৌর বিএনপির দোয়া

 মোঃ মিনারুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি বগুড়া: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ জিয়া পরিবারের সকলের সুস্থ্যতা কামনা করে ৩০মে বৃহস্পতিবার বগুড়ার গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদে বাদআসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক পৌর মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আঃ রহিম পিন্টু, পৌর বিএনপির সহ-সভাপতি আতিয়ার রহমান আতোয়ার, আফছার আলী মিজু, এস্কেন্দার আলী ময়না, আবু হাসনাত সাহিন, আঃ গফুর শাহ্, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ, শ্রমবিষয়ক সম্পাদক রহেদুল ইসলাম, পৌর কাউন্সিলর ওবাইদুর রহমান জ্যাক, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল হক শিলু, বিএনপি নেতা ভিপি ইউসুফ আলী সাকিল, শ্যামল তরফদার, আ: মান্নান, গোফ্ফার আলী, আনোয়ার, তাজুল, মামুন, যুবদল নেতা সোহাগ আহম্মেদ, বেলাল, তাজুল, দৌলত, ইউসুফ, পলাশ, মোহন, বাবু, বিপ্লব, ছাত্রদল নেতা আ: গনি, রাহী, মেহেদী, মঈনুল, রকি, নাহিদ, মোহন, রিয়াদ, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আনিছার রহমান, শ্রমিকদল নেতা তাজেলসহ স্থানীয় মুসল্লীগণ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন