প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরায় ভারতীয় মাদক ট্যাবলেটসহ আটক-১

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সীমান্ত থেকে দেড় হাজার পিচ ভারতীয় মাদক ট্যাপেন্টা ডল ট্যাবলেটসহ ১ জনকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর বাদামতলা এলাকা থেকে শ্যামনগর থানার রমজান নগর এলাকার ফজর আলীর ছেলে জুলফিকার গাজী (২৪)কে মাদকসহ আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ, তারেক ফয়সাল ইবনে আজিজ জানান জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সাতক্ষীরা সদর থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে জুলফিকার গাজী নামের এক চোরাকারবারিকে দেড় হাজার পিচ ট্যাপেন্টা ডল ট্যাবলেট মাদকসহ আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশের ইনচার্জ আরও বলেন, ডিবি পুলিশের এসআই দেব কুমার দাস, এএসআই নাসির উদ্দিন, এএসআই বিএম তৌহিদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় “সাতক্ষীরা সদরের মাহমুদপুর গ্রামের বাদামতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামী জুলফিকার গাজী এর নিকট হইতে ১ হাজার ৫শ পিচ Tapentadol Tablet উদ্ধার হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে, মামলা নং-৪৮।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন