প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মনোহরদীতে পল্লী বিদ্যুৎ এর লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার : নরসিংদী মনোহরদীতে দিনে এক-দেড় ঘন্টা বিদ্যুৎ সার্ভিস থেকে রেহাই পেতে চাই পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা। বৃহস্পতিবার(৩০ শে-মে)সকালে উপজেলার উত্তরাঞ্চলের বিভিন্ন গ্রামের বিদ্যুৎ গ্রাহকদের সাথে কথা বলে জানা যায়,গত কয়েকদিন যাবৎ পল্লী বিদ্যুৎ এর লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা। পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা জাতীয় দৈনিক বাংলার দূত ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কে জানান,গত সোমবার ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে মনোহরদীতে ঝড়ের দেখা দেওয়ার পর থেকে আমরা বিদ্যুৎ সংকটে ভূগছি,এরপর থেকে অত্যাধিক লোডশেডিংয়ে আমাদের জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।সারাদিনে আমরা সর্বসাকুল্যে এক-দেড় ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি।এতে করে অসহনীয় গরমে শিশুবাচ্চাসহ বয়ঃবৃদ্ধরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে।লোডশেডিংয়ের কারণে নষ্ট হচ্ছে ফ্রিজে রাখা নানা খাবার।লোডশেডিংয়ের কারণে বিছিন্ন রয়েছে নেট সংযোগ,যার ফলে কলেজে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইন আবেদন করতে পারছে না।রাতে পড়া-লেখা করতে পারছে না স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।কিন্তু পরিতাপের বিষয় বিগত ২৪ ঘন্টায় ১৫-২০ মিনিটও বিদ্যুৎ পাচ্ছি না।গ্রাহকেরা আরো জানান,আমরা সময় মতো বিদ্যুৎ বিল পরিশোধ করলেও তারা নানা ভাবে আমাদের হয়রানী করে আসছেন। অনেক সময় তারা মিটারের রিডিং না দেখে আমাদের উপর ভূতুড়ে বিল চাপিয়ে দেয় তারপরও আমরা তা নীরবে সহ্য করি। কিন্তু এখন অত্যান্ত গরমে লোডশেডিং সহ্য করার মতো নয়।এমতাবস্থায় অসহনীয় গরমে মনোহরদী উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকদের স্বাস্থ্য-সুরক্ষার কথা ভেবে লোডশেডিং বন্ধ করে সার্বক্ষণিক বিদ্যুৎ সার্ভিস চালু রাখতে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা এম.পি,মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এম.পি,মাননীয় শিল্পমন্ত্রী ও স্থানীয় সাংসদ সদস্য এড.নূরুল মজিদ মাহমূদ হুমায়ূন এম.পি,উপজেলা প্রশাসন মনোহরদী এবং ডিজিএম মনোহরদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর হস্তক্ষেপ কামনা করছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন