আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নওগাঁর আত্রাই উপজেলায় বর্তমান চেয়ারম্যান এবাদুর রহমান (কৈ মাছ) নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোঃ হাফিজুল শেখ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী নির্বাচিত হয়েছেন। আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস এই ফলাফল ঘোষণা করেন। বুধবার সকাল ৮টা থেকে একটানা বিকল চারটা পর্যন্ত। উপজেলায় মোট ৬৭টি কেন্দ্র ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় মোট এক লক্ষ ৭০হাজার ১৫২জন ভোটারর মধ্যে ভোট পরছে ৭৩হাজার ২৪৮টি। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আট জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করেন। এর মধ্যে বর্তমান চেয়ারম্যান ও আত্রাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবাদুর রহমান কৈ মাছ প্রতিক ২১হাজার ৪৮৬ভাট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বদ্বী আজিজুর রহমান জোড়া ফুল প্রতিক পেয়েছেন ১৩হাজার ৮৭৯ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোট তিন জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করেন। এর মধ্যে হাফিজুল শেখ চশমা প্রতিক ৩৩ হাজার ৫১৮ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বদ্বী প্রার্থী আফছার আলী প্রামানিক তালা প্রতিক পেয়েছেন ৩২ হাজার ২৭৪ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করেন। এর মধ্যে ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী কলস প্রতিক ৩৬ হাজার ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বদ্বী মিতু বানু ফুটবল প্রতিক পয়েছেন ২২হাজার ১১ভোট। সামসুজ্জামান সেন্টু আত্রাই(নওগাঁ) প্রতিনিধি মাবা: ০১৩১৭-৩৪৪৩৪৬ তাং:- ৩০-৫-২৪ইং