শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রূপান্তরত শুরু এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পলিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩। ৫ই অক্টোবর (বৃহস্পতিবার) দিবসটি উপলক্ষে জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রহণ করা হয় নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে র্যালি শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভা।
প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয় দিবসটির কার্যক্রম। শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরাও তাদের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানায়।
আলোচনা সভায় শিক্ষকরা শিক্ষা জাতীয়করণের ন্যায্য দাবি তুলে ধরে বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মনোন্নয়নে সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকারের উদ্যোগ নেওয়ার দাবি জানান বক্তারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সহকারী শিক্ষক রমেনচন্দ্র বিশ্বাস, আফিল উদ্দিন, মনোব্বর হোসেন, মাহবুবুর রহমান আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সুলতান হোসেন ও সাবেক প্রধান শিক্ষক তক্কেল আলী বিশ্বাস।
আলোচনা সভায় সমাপনী বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খোকসা কুষ্টিয়া।
বৈরিক আবহাওয়ার কারণে অনুষ্ঠানটির সংক্ষিপ্ত করা হয়।