প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

দোয়ারাবাজারে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে শিরিনা বেগম

 দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিরিনা বেগম প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দিন রাত সমান তালে গনসংযোগ, পথসভা আর উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের মন জয় করতে চাচ্ছেন তিনি। তাঁর হাঁস প্রতীকে ভোট চেয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে গনসংযোগ করছেন। ভোটাররা বলছেন, সমুজ আলী স্কুল এন্ড কলেজের দাতা সদস্য ও সাবেক ইউপি সদস্য মরহুম মোঃ আলতাফ হোসেনের মেয়ে মোসাম্মৎ শিরিনা বেগম। তিনি একজন সৎ ও নিষ্ঠাবান এবং সমাজকর্মী হিসেবে উপজেলার সর্স্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। তিনি নির্বাচিত হলে উপজেলাবাসীর কাঙ্খিত উন্নয়ন সাধিত হবে। শিরিনা বেগম বলেন, উপজেলার সার্বিক উন্নয়নসহ নারীদের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে নিবেদিত রাখতেই ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামী ২৯ তারিখ হাঁস প্রতীককে বিজয়ী করতে উপজেলার সর্বস্তরের মানুষের ভোট, দোয়া ও সমর্থন কামনা করছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন