প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

১২৫ বোতল ফেন্সিডিল ১ টি কাভার্ডভ্যান গাড়ীসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/মোহাম্মদ আলমগীর সঙ্গীয় ফোর্সসহ চৌদ্দগ্রাম থানা এলাকায় রাত্রীকালীন অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের জন্য বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীর সুজাতাপুর লাকি হোটেলের পশ্চিম পাশে ঢাকা—চট্টগ্রামগামী মহাসড়কের উপর চেকপোস্ট ডিউটি করাকালে ০১ টি কাভার্ডভ্যান তল্লাশী করে ১২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ০১। মোঃ মোরশেদ আলম প্রঃ সোহেল (২৫), পিতা—খোরশেদ আলম, মাতা—রেজিয়া খাতুন, সাং—যোগ্যছোলা ০৬নং ওয়ার্ড, থানা—মানিকছড়ি, জেলা—খাগড়াছড়ি, ০২। মোঃ আলাউদ্দিন (৩৮), পিতা—হাজী তোফায়েল আহমেদ, মাতা—জাহানারা বেগম, সাং—মাছিমপুর, ০৪নং ওয়ার্ড, ১৬নং নেওয়াজপুর ইউপি, থানা—সুধারাম, জেলা—নোয়াখালী, ০৩। মোঃ সাদ্দাম হোসেন (২৫), পিতা—মোঃ সাজু মিয়া, মাতা—ফিরোজা খাতুন, সাং—যোগ্যছোলা, (চেয়ারম্যানপাড়া) ০৬নং ওয়ার্ড, ০৩নং যোগ্যছোলা ইউপি, থানা—মানিকছড়ি, জেলা—খাগড়াছড়ি, ০৪। মোঃ ওমর ফারুক (১৯), পিতা—মোহাম্মদ আলী, মাতা—খাদিজা বেগম, সাং—পশ্চিম সাপমারা, থানা—ভুজপুর, জেলা—চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা এর চৌদ্দগ্রাম থানার মামলা নং-২৩, তারিখ-২৩/০৫/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪১ রুজু করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন