প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রাউজানে উপজেলা কে ধুমপান ও তামাকমুক্ত করতে লিফলেট ও স্টিকার বিতরণ

 মোহাম্মদ  আতিকুল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রাম প্রতিনিধি: সারাদেশের মধ‍্যে রাউজান উপজেলা কে সর্বপ্রথম ধূমপান ও তামাকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভার ব‍্যবস্থাপনায় সিএনজি, রিকশা চালক ও সাধারণ জনগনের মধ‍্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০মে সোমবার দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত কর্মসূচির প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ‍্যজাই মারমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: রিদুয়ানুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নেয়াজ মোর্শেদ, থানার ওসি জাহিদ হোসেন, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত, জানে আলম জনি, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, মোহাম্মদ বাবুল মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আবু ছালেক, মোহাম্মদ মুবিন, মোহাম্মদ ফোরকান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন