প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

জাতীয় সংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত

ফাতেমা আক্তার মাহমুদা ইভা স্টাফ রিপোর্টার ঢাকা:  ২৩ বৃহস্পতিবার ২০২৪ সাল সকাল ১০ ঘটিকায় জরুরী ভিত্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় টিকাটুলি চৌধুরী মহলে জাতীয় সাংবাদিক সংস্থা।। এই সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু কেন্দ্রীয় কমিটির কমিটির ও সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম। উক্ত এ সভা আরো উপস্থিত ছিলেন যুগ্ন মহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিল্লু, যুগ্ম মহাসচিব সোবহান হাওলাদার, যুগ্ন মহাসচীব হাসান আলী, ধর্ম সম্পাদক মাওলানা আজিম উদ্দিন, সহ মহিলা সম্পাদক ফাতেমা আক্তার মাহমুদা ইভা। জাতীয় সংস্থার চেয়ারম্যান লায়ন নূর তিনি বলেন আমাদের প্রত্যেক সাংবাদিকদের সতর্কভাবে সচেতন হয়ে সত্য নিষ্ঠা রেখে কথা বলতে হবে সঠিকভাবে কাজ করতে হবে জনসাধারণের জন্য, দেশের জন্য। নতুন অফিস নিয়ে কার্যালয়ে বিষয় নিয়ে কথা ও বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিক করবেন সেই বিষয় নিয়ে কার্যালয়ের আলোচনা সভা করেন। উক্ত আলোচনায় সভা তিনি বলেন যে লায়ন নূর ইসলাম উনার বক্তব্যে বলেন সংগঠনের সবাইকে এগিয়ে আসতে হবে সাংগঠনিক শক্তিশালী করার জন্য। সবাইকে আরো সতর্ক হতে হবে সবাইকে আরো সতর্ক হতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন