প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

বিদ্যুৎস্পর্শে শিশুসহ দুজনের মৃত্যু

 মোঃ মাহাবুব আলম বিশেষ প্রতিনিধি: লাকসামে বিদ্যুৎস্পর্শে শিশুসহ দুজনের মৃত্যু প্রতীকী ছবি কুমিল্লার লাকসাম উপজেলার পৃথক স্থানে বিদ্যুৎস্পর্শে তিন বছরের এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিট এবং ৮টা ৪৫ মিনিটে লাকসাম পৌরসভার রাজঘাট ও উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় এ ঘটনা ঘটে। রাজঘাট এলাকায় মারা গেছে তিন বছরের শিশু মোহাম্মদ মাহি। মাহি রাজঘাট উত্তরপাড়ার ছাত্তার ভাণ্ডারী বাড়ির সাইফুল ইসলামের ছেলে। ইরুয়াইন এলাকায় মারা গেছেন মো. সামসুর রহমান (৩৫)। শিশু মোহাম্মদ মাহির খালু গোলাপ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে পরিবারের অন্যরা ঘরে নাশতা খাচ্ছিলেন। এ সময় মাহি ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিলে সে বিদ্যুতায়িত হয়ে মোটরের সঙ্গে আটকে যায়। মাহিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে সংযোগ খোলার সময় বিদ্যুৎস্পর্শে মারা যান সামসুর রহমান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন