প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

রংপুর জেলা ডিবি পুলিশ কর্তৃক ১২৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার

মাটি মামুন রংপুর: গত ২৩-০৫-২০২৪ ইং বৃহস্পতিবার রংপুর জেলার ডিবি পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১২৫ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় হচ্ছেন ১। কোতয়ালী থানা ধিন দেওডোবা পাঠানপাড়া এলাকার আকরাম হোসেন এর পুত্র মাসুদ রানা (৫০) ২। গংগাচড়া থানা ধিন খলিফার বাজার, মৌভাসা জুম্মাপাড়া এলাকার মৃত আজিজার রহমান এর পুত্র তহিদুল ইসলাম (৪২)। রংপুর-লালমনিরহাটগামী মহাসড়কের গংগাচড়া থানাধীন পূর্ব ইচলি নুর ইসলামের খাবারের হোটেলের সামনে পাকা রাস্তার উপর রাত ১০ টার সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে পিছনের সিটের উপর একটি বস্তার ভিতর থেকে ১২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। এসময় ০১টি মোটরসাইকেল ও ০১টি বাটন ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গংগাচড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন