প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটায় ৪টি রাস্তার কাজের উদ্বোধন

 মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় রংপুর বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ পর্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৪টি রাস্তার উন্নয়নমুলক কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(২৩ মে) বিকেল ৩ টা থেকে পর্যায় ক্রমে এসব রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এসব রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি। উদ্ভাধনের ৪টি রাস্তাগুলো হলো: সাঘাটা উপজেলার (হলদিয়া ইউনিয়নের চর নলছিয়া স্কুল সংযোগ, হলদিয়া ইউ,পি হেডকোয়াটার হতে জুমারবাড়ী ইউ,পি হেডকোয়াটার) পর্যন্ত, ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া পাকা সড়ক হতে চিথুলিয়া আফতাব মন্ডলের বাড়ীর সড়ক, সাহাপাড়া আর এন্ড এইচ সড়ক- সাকোয়া পাকা সড়ক পর্যন্ত সড়ক ও উল্যা দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্ত এর গাইবান্ধা জেলা নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম, সাঘাটা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এ্যাড. সামশীল আরেফিন টিটু, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নয়ন রায়, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রোস্তম আলী, জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাফুজার রহমান মাফু.ভরতখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আজাদ শীতল সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন