মোঃ মিনারুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি (বগুড়া): শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরো বেশী দায়িত্ব শীল হতে হবে। পাঠদানে শিক্ষকদের মনযোগী হতে হবে। ভালো ফলাফলের অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিষ্ঠান ও শিক্ষকদের সুনাম বৃদ্ধি করতে হবে। সেই সাথে প্রতিষ্ঠানের অনিয়ম ও দূর্নীতি নির্মূল করে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। ২৩মে বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ (গাবতলী- শাজাহানপুর) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু। ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম। সুখানপুকুর এমআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদা খানম, গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, তরফসরতাজ মাদ্রাসার অধ্যক্ষ জহুরুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন। ২৩.০৫.২৪