প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া আক্তার (০৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরের দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি শাহপাড়া গ্রামে এ দুঘটনাটি ঘটে। মৃত সাদিয়া আক্তার নামের শিশু সে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদিশপুর গ্রামের স্বাধীন মিয়ার মেয়ে ও কোচারশহর ইউনিয়নের আরজি শাহপাড়া গ্রামের বাটু ব্যাপারীর নাতনি। স্থানীয়রা জানান, দুপুরের দিকে ওই সময় সবার অজান্তেই বাটু ব্যাপারীর ছ’ মিলের পাশে একটি পুকুরপাড়ে খেলতে গিয়ে হঠাৎ তার খালাতো বোন পুকুরের পানিতে পড়ে যায়। এসময় সাদিয়া পুকুরের পানিতে নেমে তাকে বাঁচালেও সে পানির নিচে তলিয়ে যায়। এরপরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়টি নিশ্চিত করেছে, কোচারশহর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। এধরনের দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পরিবারের সবার সচেতন হওয়া দরকার।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন