প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর রাণীনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চার ব্যবসায়ীকে জামায়াতের আর্থিক সহায়তা

মোঃ মিজানুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চার ব্যবসায়ীকে আর্থিক সহায়তা করেছেন উপজেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে তাদের এ আর্থিক সহায়তা করা হয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার আবাদপুকুর বাজারের কাচুর মোড়ে একটি মার্কেটের চার ব্যবসায়ীর ৫টি দোকান ঘরে ও একটি ছ’মিলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে মালামালসহ দোকান ঘরগুলো পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েন ওইসব ব্যবসায়ীরা। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সেখানে ছুটে যান রাণীনগর উপজেলা ও কালিগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় ক্ষতিগ্রস্থ চার ব্যবসায়ীর হাতে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা তুলে দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তফা ইবনে আব্বাস। পরবর্তীতে তাদের আরো সহযোগীতা করার আশ^াস দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী শামিনুর ইসলাম শামীম, সদস্য আব্দুল কাহার ও কালিগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির রকুনুজ্জামান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন