প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দ্রুত গামী ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৬ জন

আজ রোজ বুধবার (৪-অক্টোবর) ২৩ খ্রিষ্টাব্দ ,, সময় সন্ধ্যা ৬-টায়, পঞ্চগড় মহা সড়কে তেঁতুলিয়া বাসস্ট্যান্ড ও সার্কিট হাউজের মাঝামাঝি স্থানে, মদ্যপ অবস্থায় মাতাল রতো্ অবস্থায়, একটি দ্রুত গামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকান সহ বিদ্যুৎ এর খুঁটিতে আঘাত হানে। এতে দোকান ভাংচুর সহ বিদ্যুৎ এর খুঁটি ভেঙে পড়ে যায়। এবং বিদ্যুৎতের তার ছিড়ে পুরো ঘটনাস্হল এলাকায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এ সংবাদ পেয়ে পঞ্চগড় ফায়ার ব্রিগেড ছুটে আসেন এবং উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পঞ্চগড় ট্রাফিক পুলিশ ও সদর থানা পুলিশ এর সহযোগিতায় সেই সময় মহা সড়ক সচল রাখতে কঠোর পরিশ্রম করতে দেখা যায়। সামান্য আহত ৬ জন কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অসংখ্য জনসমাগম এর গোলমালে ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। সদর পঞ্চগড়।।

তথ্য সংগ্রহ করা হয়, ভজন পুরে নিছ বাড়ির এলাকার সহ কর্মী মোঃ রাসেল মিয়ার কাছে।।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন