প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

দুর্নীতির আরেক নাম পাটকেলঘাটা ভূমি অফিস এসিল্যান্ডকে স্যার না বলাই সাংবাদিককে লাঞ্ছিত

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় আবারো সাংবাদিকের সাথে তালার সহকারী ভূমি কমিশনের অসদাচরণের অভিযোগ উঠেছে। দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ আল আমিন সরদারকে পাটকেলঘাটা সহকারি ভূমি কমিশনার আরাফাত হোসেন কে স্যার না বলে ভাই বলায় ক্ষেপে গেলেন স্যার বলতেই হবে। আল আমিন সরদার জানান, চলতি মাসের (৩)সেপ্টেম্বর দুপুরে একটি অবৈধ ঘর নির্মাণ করে। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিষয়টি অবহিত করলে। নির্মান কাজ বন্ধ রাখতে বলেন। কিন্তু সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন উপজেলা নির্বাহী কর্মকত্তার নির্দেশ উপেক্ষা করে। তিনি ঘটনাস্থলে না গিয়ে তাদের কাজটা করার অনুমতি দেয়। এর পর সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেনের সাথে দেখা হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের সামনে তখন তিনি বলেন আপনি কে আমি তখন সাংবাদিক পরিচয় দিলে তিনি আমাকে বলে আপনি গতকালকে আমাকে স্যার না বলে ভাই বলে ডাকলেন কেন। আপনি আমার সম্পর্কে জানেন আমি ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স শেষ করে এসে বিসিএস ক্যাডার হয়ে এখানে এসেছি । দ্বিতীয় কোনদিন আমাকে ভাই বলে ডাকবেন না তাহলে কিন্তু আমি কঠিন পদক্ষেপ নেব।

এ ব্যাপারে পাটকেলঘাটা স্থানীয় এক সাংবাদিক জানান দৈনিক কালের চিত্র পত্রিকায় চলতি বছরের ২১ জুলায়
সাংবাদিকের সাথে তালা সহকারী ভূমি কমিশনের অসদাচরণ শিরোনামে একটি নিউজ তার বিরুদ্ধে প্রকাশিত হয়। তার কাছে সাংবাদিক গিয়ে স্যার না বললেই তিনি সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ সহ বিভিন্ন হুমকি ধামকি দেওয়ার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার আরাফাত হোসেনের কাছে জানতে চাইলে তার ব্যবহারিত মোবাইলটা বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন